পাহাড় ও সবুজ বেষ্টিত অপরুপ সৌন্দর্য মন্ডিত চট্টগ্রাম শহর। চট্টগ্রামের বুক চিড়ে বয়ে গেছে কর্ণফুলি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নগরবাসীর বসবাস। চট্টগ্রাম শহরের নাগরিক সুবিধা বৃদ্ধি ও উন্নয়নে প্রতিষ্ঠালগ্ন হতে অগ্রণী ভূমিকা রাখছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সমসাময়িক কালে চউক এর উন্নয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা বিস্তারে বলিষ্ঠ ভূমিকা। এরই ফলশ্রুতিতে ২০০৮ সালে চান্দগাঁও আবাসিক এলাকায় প্রতিষ্ঠা করা হয় চউক এর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজ। Read more
Headmaster
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
ক. প্রকৃত গণতান্ত্রিক চেতনা, মানবিক বিবেক বোধ, বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী মানস, অগ্রসর চিন্তা, সুস্থ রুচিবোধ, স্বাজাত্যবোধ এবং আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসসম্পন্ন ভবিষ্যত নাগরিক তৈরি।
খ. এ লক্ষ্যে শিক্ষামূলক প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা, পাঠসামগ্রী প্রণয়ন ও প্রকাশ, বিশিষ্ট এই শিক্ষাদর্শ প্রচার ও প্রতিষ্ঠা।
গ. শিক্ষা যে এক ক্রমবিকাশমান চলমান প্রক্রিয়া তা বিবেচনায় রেখে যুগোপযোগী প্রয়োজনীয় সংস্কার, নবায়ন ও অগ্রযাত্রা অব্যাহত রেখে প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিকাশসাধন।
ঘ. দীর্ঘদিনের ধারাবাহিক শ্রম ও কাজের মাধ্যমে অর্জিত পরিকাঠামো ও সৃষ্ট সুনাম লালন ও এর বিকাশসাধন।