ক. প্রকৃত গণতান্ত্রিক চেতনা, মানবিক বিবেক বোধ, বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী মানস, অগ্রসর চিন্তা, সুস্থ রুচিবোধ, স্বাজাত্যবোধ এবং আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসসম্পন্ন ভবিষ্যত নাগরিক তৈরি।
খ. এ লক্ষ্যে শিক্ষামূলক প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা, পাঠসামগ্রী প্রণয়ন ও প্রকাশ, বিশিষ্ট এই শিক্ষাদর্শ প্রচার ও প্রতিষ্ঠা।
গ. শিক্ষা যে এক ক্রমবিকাশমান চলমান প্রক্রিয়া তা বিবেচনায় রেখে যুগোপযোগী প্রয়োজনীয় সংস্কার, নবায়ন ও অগ্রযাত্রা অব্যাহত রেখে প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিকাশসাধন।
ঘ. দীর্ঘদিনের ধারাবাহিক শ্রম ও কাজের মাধ্যমে অর্জিত পরিকাঠামো ও সৃষ্ট সুনাম লালন ও এর বিকাশসাধন।